Thursday, March 23, 2023

ভারতে অক্সিজেনের সঙ্কট দূর করতে এগিয়ে এল Zomato, Delhivery ও Paytm

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ধাক্কায় ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই ভারতে দেখা দিয়েছে অক্সিজেনের চরম সঙ্কট। অক্সিজেনের অভাবে অনেকে মারা গেছেন। সব থেকে খারাপ অবস্থা দিল্লিতে। সেই সঙ্কট মেটাতে এবার ভারতের পাশে এসে দাঁড়াল Zomato, Dehlivery ও Paytm এর মতো সংস্থা।

Zomato এর সমাজসেবী সংস্থা Zomato Feeding India নতুন এক অভিযান শুরু করেছে যার নাম ‘Help Save My India’। এই অভিযানে Zomato এর সাথে সাহায্য করছে Dehlivery নামক কুরিয়ার সংস্থা। Dehlivery তাঁদের বিমান সংস্থার সঙ্গে যৌথ ভাবে অক্সিজেন সরবরাহের জন্য ভুর্তুকিযুক্ত চার্টার্ড বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দুই সংস্থা যৌথভাবে হাসপাতালগুলিতে অক্সিজেনের যোগান দেবে।

এই কাজের জন্য ৫০ কোটি টাকার তহবিল গঠনের চেষ্টা করছে Zomato। এই কাজে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ Paytm।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট