Outlinebangla Desk: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আর এক বছরও বাকি নেই। বিজেপির অন্দরে ধন্দ রয়েছে বিজেপি ভোটে জিতলেও যোগী আদিত্যনাথ আদৌ মুখ্যমন্ত্রী হবেন কিনা। তার মধ্যেই যোগী সরকারের বিরুদ্ধে মুখ খুললেন ৮৭ জন প্রাক্তন আমলা। যোগীর রাজ্যে শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলেই তাঁদের অভিযোগ।
৮৭ জন আমলা যোগী সরকারের বিরুদ্ধে খোলা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের বর্তমান সরকার যে ভাবে সরকার চালাচ্ছে, সাংবিধানিক মূল্যবোধ এবং আইনের শাসন থেকে বহু যোজন দূরে। এখনই ব্যবস্থা না নিলে রাজ্যের শাসনব্যস্থা তো বটেই, প্রতিষ্ঠানগুলিও ভেঙে পড়বে। গণতান্ত্রিক পরিকাঠানো ধ্বংস হয়ে যাবে।’’
এর পাশাপাশি আমলারা বলেন যোগীর রাজ্যে প্রায় অপরাধমূলক কাজ লেগে থাকে। তার সাথে করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকার। যেখানে সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল, সব জেনেও নিজের রাজ্যে অক্সিজেন ঘাটতির কথা অস্বীকার করেন যোগী। এমনকি অভিযোগ জানালে জেলে ঢোকানোর হুমকিও দেন।