Wednesday, March 22, 2023

ইচ্ছাকৃতভাবে ৫০০ ডোজ করোনা ভ্যাকসিন নষ্ট, গ্রেপ্তার ফার্মাসিস্ট

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ২০২০-র’ শেষের দিকে বেশ কয়েকটি দেশে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরন। এবং খুব দ্রুত ভারত সহ অনান্য দেশেও করোনার টিকাকরন প্রক্রিয়া শুরু হবে। যখন গোটা বিশ্ববাসী করোনার ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। এমন কঠিন পরিস্থিতির মাঝে এক ফার্মাসিস্ট (Pharmacist) ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাস ভ্যাকসিনের (COVID-19 Vaccine) ৫০০ ডোজ নষ্ট করে ফেলল।

এই ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার উইসকনসিনে। ওই ফার্মাসিস্টকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। ওই ফার্মাসিস্ট নিজেই স্বীকার করেছেন যে টানা দু’ দিন ইচ্ছাকৃতভাবে তিনি ওই করোনভাইরাস ভ্যাকসিনের ৫৭টি ভায়াল ফ্রিজে রাখেননি। প্রতিটি ভায়ালে থাকে ১০টি ডোজ।

ওই ফার্মাসিস্টের ছোট্ট ভুলের জন্যই ৫০০ জনেরও বেশি লোকের ভ্যাকসিন পেতে বিলম্বিত হবে। ফ্রিজে না রাখা বেশ কিছু ভ্যাকসিনের ডোজ রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, তবে মেডিক্যাল অফিসার আশ্বস্ত করে জানিয়েছেন, যে নষ্ট হওয়া ভ্যাকসিনের ফলে স্বাস্থ্যের কোনো ক্ষতিহবে না। মনে করা হচ্ছে নষ্ট হওয়া ভ্যাকসিন ডোজগুলির মূল্য প্রায় ৮,০০০ ডলার থেকে ১১,০০০ ডলার হতে পারে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট