আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর আহত হওয়াকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গ রাজনীতি। তবে তৃণমূল নেত্রী যে বেশিদিন হাসপাতালের বেডে শুয়ে থাকবেনা তা ভিডিও বার্তাতে জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দ্রুত প্রচারে ফিরবেন তিনি।
মুখ্যমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, গতকাল আমি বনেটের উপর দাঁড়িয়ে নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। আর তাতে পুরো গাড়ির দরজা আমার পায়ের উপর চেপে যায়। হাত-পা, হাড় ও লিগামেন্টে ব্যথা রয়েছে। এছাড়াও তিনি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন, সবই শান্ত ও সংযত থাকুন, এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়।
ভিডিওটি দেখেনিনঃ
দলনেত্রীর @MamataOfficial আবেদন pic.twitter.com/SPoD3m7Iu3
— All India Trinamool Congress (@AITCofficial) March 11, 2021
আগামী দিনের সমস্ত কর্মসূচীই ঠিকমত হবে। আশা করি ২-৩ দিনের মধ্যে প্রচারে ফিরতে পারব। পায়ের সমস্যা থাকলেও আমি ঠিক ম্যানেজ করে নেব।