Saturday, January 16, 2021
Home সীমানা ছাড়িয়ে গভীর অরণ্যে গাছকে আলিঙ্গন বাঘের, দীর্ঘ১০ মাসের চেষ্টায় উঠল ছবি

গভীর অরণ্যে গাছকে আলিঙ্গন বাঘের, দীর্ঘ১০ মাসের চেষ্টায় উঠল ছবি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আমরা সকলেই জানি কোনো বিরল জিনিস ক্যামেরা বন্দী করা অতন্ত্য প্রশংসনীয়। সম্প্রতি সের্গেই গোর্সখভ পূর্ব রাশিয়ার জঙ্গলের একটি সাইবেরিয়ান বাঘকে ক্যামেরাবন্দি করেছেন। ওই ছবিতে দেখা গিয়েছে একটি গাছকে আলিঙ্গন করে রয়েছে এক বাঘিনী । এবং গাছের গায়ে নিজের গা ঘষছে।

এই ধরনের ছবি তুলতে গেলে অতন্ত্য দক্ষতা প্রয়োজন সাথে সাথে ভাগ্যের সহায়তাও। এই ছবির জন্য এ বছরের সেরা ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফারের পুরস্কারও পেয়েছেন। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়মের আয়োজনে একটি টিভি প্রেজেন্টার এবং কেমব্রিজের রয়্যাল হাইনেস ওফ ডাচেসের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হল।

ওই ছবির জন্য পুরস্কার দিতে গিয়ে বিচারকেরা বলেছেন, সের্গেইয়ের তোলা ছবিতে আলো রঙ এবং টেক্সচারের যে সৌন্দর্য ধরা পড়েছে, তা শুধুমাত্র কোনও পেইন্টিং ছবিতেই থাকতে পারে।

Most Popular