Outlinebangla: গতবছর মা হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas) দম্পত্তির ঘরে কন্যাসন্তান এসেছে সারোগেসির (Surrogacy) মাধ্যমে। অভিনেত্রী সন্তানের নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস। নিজের মেয়ের নাম দুই সংস্কৃতির সঙ্গে মিশিয়ে রেখেছেন বলে মনে করছেন অনেকেই।
তবে সারোগেসির মাধ্যমে অর্থাৎ গর্ভ ভাড়া করে মা হওয়ার জন্য তাকে কম কটাক্ষ শুনতে হয়নি। নেটিজেনদের পাশাপাশি প্রিয়াঙ্কার (Priyanka Chopra) মা হওয়া বিতর্কে শরিক হয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিনও। তিনি অভিনেত্রীর মা হওয়া প্রসঙ্গে বলেন, ক্যারিয়ার নষ্টের ভয়ে প্রিয়াঙ্কা সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। তবে এবার সারোগেসি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। কেন তিনি একমাত্র মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন।
প্রিয়াঙ্কা জানান, তাঁর কিছু শারীরিক সমস্যা ছিল। সেই কারণেই সারোগেসির পথ বেছে নেন তাঁরা। এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয় মালতী মেরি। ফলে সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল মেরির জন্য। যার ফলে মেরিকে ১০০ দিন রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ওই সময়কার ঘটনা বলতে গিয়ে বলেন, ওকে বুকের উপরে নিয়ে আমরা প্রতিটা রাত কাটিয়েছি। আমরা এটাও নিশ্চিত ছিলাম না যে ও আদৌ বাঁচবে কি না।
আরও পড়ুনঃ Celebrity moms: তাঁরা এখন বলিউডের নতুন মা..
সেই সময় মেয়েকে আমরা কেউ কাছছাড়া করিনি। প্রিয়াঙ্কা (Priyanka Chopra) এও বলেন, সেই সময় মার্কিন মুলুকে ওমিক্রনের বাড়বাড়ন্ত। আমাদের কাছে ওই কয়েকটা মাস বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে হ্যাঁ আমায় না জেনেই অনেকে অনেক কথা বলেন। আমি কীসের মধ্যে দিয়ে গেছি, তা কেউ জানে না। তার মানে এই না যে যা খুশি ভেবে নেবেন আমার সন্তানের জন্ম নিয়ে। এছাড়াও তিনি বলেন, আমাদের সারোগেট খুব উদার মানসিকতার মানুষ ছিল। তিনি সুন্দর এবং অতন্ত্য মজার। দীর্ঘ ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।