international mother language day: ভাষা সংগ্রামের অজানা ইতিহাস…

Outlinebangla: ভালোবাসার ও ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাস মায়ের রক্তে দিয়ে ভাষার অধিকার আদায়ের মাস। আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (international mother language day)। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও এই দিনটি ভাষা দিবস হিসাবেই পালিত হয়ে আসছে। এই বিশেষ দিনটি সমগ্র বাঙালি জাতীর জন্য বিশেষভাবে আবেগময় স্মৃতি বহন করে। জানেন কি প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে কেনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (international mother language day) হিসাবে পালিত হয়? চলুন একবার ফিরে তাকাই একুশের ইতিহাসের দিকে।

যে ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদা পেল

সালটা ১৯৪৭, দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে সৃষ্টি হয়েছিল পাকিস্তান রাষ্ট্র। এই রাষ্ট্রের জন্ম সময়ের পর থেকেই মাতৃভাষাকে (international mother language day) কেন্দ্র করে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ ফুঁসছিল তুষের আগুনে। যে আগুন ধীরে ধীরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ নিতে চলেছিল। স্বাধীনতার পরই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা উর্দু করে দেওয়ার চাপানউতোরের মধ্যেই পূর্ব পাকিস্তানে শুরু হয় প্রতিবাদ। এবং ওই সময়ই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে আগ্রাধিকার দেওয়ার দাবি ওঠে। আন্দোলনের তীব্রতা জড়ালো হয় ১৯৫২ সালে।
আরও পড়ুনঃ Kishore Kumar: আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার, স্নেহের কিশোর দা

international mother language day

ওই সময় মাতৃ ভাষা ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখে চোখ রেখে ও প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে পরে। দাবি একটাই বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। এই আন্দোলনের বিস্ফোরণ ঘটে ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি। ওই দিন শাসকের বিরুদ্ধে ছাত্র-জনতারা পথে নামতেই পুলিশের গুলিতে সালাম, শফিক, বরকত, জব্বার ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তবে ওই মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ থেকে শুরু করে লাঠিপেটা ও গুলি চললেও প্রতিবাদ থামাতে ব্যর্থ ছিল পুলিশ বাহিনী। পরের দিন অর্থাৎ ২২ শে ফেব্রুয়ারি সকালে বিভিন্ন এলাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। শেষ পর্যন্ত হার মেনে সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে বাধ্য হতে হয়।
আরও পড়ুনঃTragedy Queen of Hindi Cinema: হিন্দি সিনেমার জগতে ‘ট্র্যাজেডি কুইন’, নতুন প্রজন্ম কি জানে এই জনপ্রিয় অভিনেত্রীর কথা?

এরপরই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর সমগ্র বাঙালিদের “বাংলা” ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা (international mother language day) দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। এই বিষয়টিকে সমর্থন করেন ১৮৮টি দেশ, এবং তারপরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয়। আনন্দের বিষয় হল ২০১০ সালের পর থেকে রাষ্ট্রসংঘও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। পৃথিবীর ১৯৩ টি দেশের প্রায় ৬ হাজার ভাষার সঙ্গে বাংলা ভাষার এক মহান মর্যাদা রয়েছে। তাই আজও ছোটো থেকে বড় প্রত্যেকের মুখে মুখে অতুলপ্রসাদ সেন লেখা “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!”

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস