Arijit Singh: অরিজিৎ-এর সুরের মায়ায় পাগল অগণিত ভক্ত

Outlinebangla: এই মুহূর্তে বোধ হয় ভালোবাসার আর এক নাম অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি আইপিএল মঞ্চে তাঁর সুরের মায়ায় মেতেছিলেন অনেকেই। এদিন ছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানসের ম্যাচ। আর ওই মঞ্চেই দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) প্রতি অরিজিৎ-এর ভালোবাসা (Arijit Singh)। জনপ্রিয় গায়ক আবেগ ধরে রাখতে পারেননি সেদিন ধনিকে দেখে, করেছিলেন পায়ে হাত দিয়ে নমস্কার।

Arijit Singh news
Arijit Singh (ছবিঃ সংগৃহীত)

আজ মঙ্গলবার অরিজিৎ সিংকে (Arijit Singh) দেখা যাবে শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে। যার শেষ পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে। (Playback Singer) অরিজিৎ-এর মহানুভবতায় যেন সব কিছু হার মেনে যায়। কারন তিনি যে মাটির মানুষ। গত বৃহস্পতিবার মধ্যরাতে সময় প্রায় ২.৪০ জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে উঠেছিলেন অরিজিৎ। সময় মত নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যান তারকা। অরিজিৎ-এর এনজিপি পৌঁছানোর খবর পাঁচ কান হতেই। ষ্টেশন চত্বরে হাজির হয় তাঁর অগণিত ভক্ত।

Playback Singer
Playback Singer (ছবিঃ সংগৃহীত)

সকলের মুখে তখন একটাই শব্দ, অরিজিৎ (Arijit)….অরিজিৎ!!! ওই রাত্রে অরিজিৎ’কে দেখা গিয়েছিল, নিয়ন টুপি, সাদা পোশাকে। মুখ কিন্তু মাস্ক দিয়ে ঢাকা। তবে তিনি যেভাবেই থাকুক না কেন ভক্তদের নিরাশ করেনি। অনেকের সঙ্গে হাতও মেলান। ওই দিন গায়ক তাঁর টিমের পাশাপাশি, জিয়াগঞ্জ থেকে আসেন প্রায় ৩০ জন বন্ধু। ভিড় আটকাতে অরিজিৎকে ব্যারিকেড করে স্টেশন থেকে গাড়ি অবধি নিয়ে আসেন বন্ধুরা। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ Bollywood Stars: বলিউডের যে সব অভিনেত্রী ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন

আরও পড়ুনঃ Classic bengali movies: কিছু কালজয়ী সিনেমা যে গুলি না দেখলই নয়..

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস