Friday, March 31, 2023

Fish Pedicure Spa: যখন মাছের আদরে হাসবেন আপনিও

Outlinebangla: কথায় আছে মাছে ভাতে বাঙালি। খাবারের পাতে কিছু থাকুক আর না থাকুক বাঙালির পাতে এক টুকরো মাছ চাই! বাঙালীকে প্রথম থেকেই পরিপুষ্ট করে চলেছে মাছ। তবে জানেন কি বর্তমান সময়ে মাছকে ব্যবহার করা হচ্ছে পায়ের যত্নে (Fish Pedicure Spa)। সব ধরনের মাছ নয়, বিশেষত গারা রুফা (Garra rufa fish) নামে দুটি বিশেষ রঙিন মাছকে পায়ের যত্নে ব্যবহার করা হচ্ছে।

fish Pedicure spa
fish Pedicure spa (ছবিঃ সংগৃহীত)

গারা রুফা (Garra rufa fish) মাছ কীভাবে পায়ের যত্ন নেয়?

একটি জল ভর্তি আ্যকুরিয়ামে গারা রুফা নামে দুটি বিশেষ রঙিন প্রজাতির মাছকে ছেড়ে দেওয়া হয়। কাজ কিছুই নেই শুধু ওই জল ভর্তি আ্যকুরিয়ামে মধ্যে পা দুটি ডুবিয়ে দিতে হবে। আ্যকুরিয়ামে ভিতরে থাকা মাছগুলি পা দুটোকে ঠুকরে ঠুকরে পায়ের মধ্যে থাকা শুষ্ক মৃত ত্বক, ধুলো ময়লা পরিষ্কার করে দেয় এর ফলে পা দুটি হয় কোমল এবং সুন্দর যেটি দেখলেই আমাদের ঠোঁটের কোনে অজান্তেই হাসি দেখা দেয়। বর্তমান সময়ে এটাই হল ফিশ ফুট স্পা (Fish Pedicure Spa)। এই থেরাপিতে কোনও কষ্ট নেই-এক সুড়সুড়ি ছাড়া!
আরও পড়ুনঃ Kleptomania: চুরি করা যখন মানসিক স্বাস্থ্য ব্যাধি

ফিশ ফুট স্পা থেরাপির সূচনাঃ (Fish Pedicure Spa)

প্রথমে তুরস্ক ইরান ইরাকের মতো দেশগুলিতে ওখানকার মানুষরা এভাবে পায়ের যত্ন নিত । পরে সময়ের সাথে এই প্রক্রিয়ার সাথে আমরাও পরিচিত হই। ফিশ ফুট স্পা আমাদের পায়ের ত্বককে সুন্দরও কোমল করার পাশাপাশি শরীরকে ঝরঝরে করে তোলে। এছাড়াও একজিমা, সোরিওসিস এর মতো রোগকে সারিয়ে তুলতে পারে এই ফিশ ফুট স্পা থেরাপি। অপরদিকে আপনার পায়ে যদি কোনরকম কি প্রবলেম থাকে, অথবা আপনার পায়ে যদি চোট লেগে থাকে তাহলে কোন মতেই ফিস ফিট স্পা করা উচিত নয় এবং যদি হঠাৎ করে আপনার পা থেকে রক্ত বের হতে শুরু করে তৎক্ষণনা আপনি পা বের করে নিন। অনেক সময় ফিস ফুট স্পা করা হয় যে আ্যকুরিয়ামে সেখানে থাকা জলটি যদি পরিবর্তন করা না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। ইনফেকশনের মত একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একুরিয়ামের জল প্রতিদিন পরিষ্কার করে।
আরও পড়ুনঃ Yoga: মন শান্ত রাখর তিনটি যোগ

fish Pedicure spa
fish Pedicure spa (ছবিঃ সংগৃহীত)

যখন ফিশ ফুট স্পা ট্রেন্ড্রিং (Fish Pedicure Spa)
আধুনিকরনের ফলে শহরের দিকে ট্রেন্ড্রিং হয়ে দাঁড়িয়েছে ফিস ফুট স্পা করানো। সকলেই সেই ট্রেন্ডিং এ গা ভাসাতে উৎসাহী বিশেষ করে মহিলারা। রূপচর্চার জন্য কত কিছুই না করেন তাঁরা। তবে আশ্চর্য ব্যাপার এই ফুট স্পা এর খরচ খুব একটা বেশি না আপনার বাজেটের মধ্যেই, ২০০ টাকা থেকে শুরু। তবে আমাদের মধ্যে অনেকেই মনে করেন পায়ের যত্নের জন্য আবার টাকা নষ্ট করব!

children’s of Heaven

তবে আপনাদের ‘children’s of Heaven’ সিনেমাটির শেষ দৃশ্যের কথা মনে পড়ছে, ওখানে আলী আর জারা জীবনের পথে চলতে গিয়ে সবদিক থেকে হোঁচট খেয়ে শেষে দুই ভাই বোন পা ডুবিয়ে বসে থাকে উঠনের পুরনো চৌবাচ্চাটাতে যেখানে ওদের পায়ের উপর দিয়ে ভেসে বেড়ায় গারা রুফার (Garra rufa fish) ঝাঁক। আমরা দেখেছি নিমেষেই তারা তাদের জীবনে সমস্ত জটিলতা দুঃখ কষ্ট ভুলে তাদের মুখে ফুটে ওঠে নিষ্পাপ হাসি। তাই আপনি আর দ্বিধা না করে এরকম হাসির জন্য পা ডুবিয়ে দিন ফিস ফুট স্পায়।
আরও পড়ুনঃ Gallbladder stone: উপসর্গ দেখেই বুঝুন গলব্লাডারে স্টোন হয়েছে কি না

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট