Homeজীবন শৈলীবজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে কী কী করণীয়?

বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে কী কী করণীয়?

Outlinebangla Desk: কিছুদিন ধরে রাজ্যের প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বজ্রপাতের কারণে প্রতিবছর বহু মানুষ প্রাণ হারান। বজ্রপাতের সময় কী কী করণীয় তা জানা আবশ্যক।

বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া উচিত। এই সময়ে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পর্শের সম্ভাবনা থাকে। তাই এই সময় গাছ বা খুঁটির কাছে থাকা নিরাপদ নয়।
প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দন্ড স্থাপন নিশ্চিত করা উচিত।
বজ্রপাতের সময় খোলাস্থান যেমন মাঠে, ছাদে থাকা উচিত নয়।
এই সময় টিভি, ফ্রিজ সব বন্ধ করে রাখা উচিত। এমনকি বজ্রপাতের আভাস আগে থেকে পেলে প্লাগ খুলে রাখা ভালো।

বজ্রপাতের সময় রাস্তায় থাকলে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করা উচিত।কিংবা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
এছাড়া বজ্রপাতের সময় বাড়ির ধাতব কল,সিঁড়ির ধাতব রেলিং এবং গাড়ির মধ্যে থাকলে ধাতব অংশ স্পর্শ করা উচিত নয়।
বাড়িতে থাকলে জানলার কাছে আসা উচিত নয়। বরং জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকা নিরাপদ।

এই মুহূর্তে