Outlinebangla: চলছে আইপিএলের (indian premier league) মরশুম। ক্রিকেট প্রেমীদের আইপিএল (indian premier league) নিয়ে উৎফুল্লের শেষ নেই। IPL ম্যাচে উত্তেজনার মুহূর্তে একেরপর এক উইকেট পড়েছে। এমন সময় চিন্তায় ভেঙে পড়েন একাধিক ক্রিকেট প্রেমী আবার কখনও বোলারের মাথার ওপর দিয়ে শট আছড়ে পড়ল বাউন্ডারির বাইরে। ছয়!!! এমনই চিৎকারে গর্জে উঠে স্টেডিয়াম। পাশেই মিউজিকের তালে তাল মিলিয়ে নেছে ওঠে চিয়ারলিডার (Cheerleader)। আইপিএলের (indian premier league) মরশুমে প্লেয়ারদের পাশাপাশি চিয়ারলিডারদেরও ট্রাভেল করতে হবে। আজকের দিনে চিয়ারলিডার (Cheerleader) মানেই গ্ল্যামারে ভরপুর। কিন্তু জানেন কি চিয়ার লিডারদের পারিশ্রমিক কত?
খেলার মাঠে যতই গ্ল্যামার দেখায় না কেনো এদের পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক অনেকটাই কম। আমরা হয়তো অনেকেই ভেবে থাকি IPL চিয়ারলিডারদের (Cheerleader) নিয়োগ করে থাকে। কিন্তু এটা ভুল ধারনা। এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয় চিয়ারলিডার। চিয়ারলিডার নিয়োগের ক্ষেত্রে এজেন্সিগুলি IPL-এর দলগুলোর সঙ্গে যোগাযোগ করে। আইপিএলের মরশুম অর্থাৎ আইপিএল যতদিন চলবে ঠিক তত দিনের জন্য জন্য ওই সংস্থাগুলোর সঙ্গে চুক্তি করা হয়। এবং এই চুক্তির ফলে, প্রতি চিয়ারলিডার একটি মরশুমে প্রায় ৫-৭ লাখ টাকার কাছাকাছি আয় করেন।
এখানেই শেষ না ম্যাচের পর প্রতিটি টিম পার্টি দেয়। সেখানেও পারফর্ম করতে হয় চিয়ারলিডারদের। এই পারফরম্যান্সের জন্যও তারা আলাদা করে টাকা পান। চিয়ারলিডারদের অনেকসময় বিজ্ঞাপনে অভিনয় করানো হয়। সব কিছুতেই টাকার মুখ দেখেন তারা। তবে চিয়ারলিডার মানেই গ্ল্যামার বোঝানো হলেও, তাদের চাপটা অনেক বেশি থাকে। সব শেষে বলতেই হয় IPL-এর ম্যাচ মাঠে যেভাবে বিনোদনে দেন চিয়ারলিডাররা তাতে ক্রিকেট প্রেমীদের খেলা দেখার মাত্রা কে কয়েক গুন বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ Hardik Pandya: ঘুরে দেখুন হার্দিক পান্ডিয়ার বিলাসবহুল অন্দরমহল
আরও দেখুনঃ MasterChef India: Nayanjyoti Saikia ইনস্টাগ্রাম থেকে সোজা মাস্টারশেফ ইন্ডিয়ার রান্নাঘরে