Outlinebangla: সম্প্রতি চারিদিকে Chat GPT নামটি কান পাতলেই শোনা যাচ্ছে। গোটা পৃথিবীতে এই চ্যাটজিপিটি ব্যবহারকারীর মাত্রা ১০০ মিলিয়ান ছাড়িয়ে গেছে জানুয়ারি মাস নাগাদ, যা দ্রুততম গ্রাহক বৃদ্ধির রেকর্ড করেছে ২০২২ সালের শেষের দিকে। তবে অনেকেই জানেন না Chat GPT আসলে কি। অনেকে হয়তো এখনো এটিকে ইগনোর করেছেন, ভাবছেন এখনি এই নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কিন্তু যা বোঝা যাচ্ছে ৩-৪ বছরের মধ্যেই বা তার থেকে অনেক কম সময়ে পরিস্থিতির আমুল পরিবর্তন ঘটবে, যা অনেকেই এখন ভাবতেই পারছেন না।
চ্যাট জিপিটি আসলে কি (What is Chat GPT):
আজ নতুন নয়, এই নিয়ে গবেষণা চলছিলো অনেকদিন ধরেই। তবে নতুন রুপে Chat GPT ২০২২ সালের নভেম্বরে শুরু হয়। এটি একধরণের চ্যাট বট। জিপিটি ৩.৫ পরিবারের ওপেন এআয়ের ব্রড ল্যাঙ্গুয়েজ মডেলটির উপর ভিত্তি করে এটি তৈরী। একজন বুদ্ধিমান মানুষের মতো চটজলদি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, বোধগম্য উত্তর তৈরী করার ক্ষমতা অন্যান্য চ্যাট বটের থেকে এটিকে আলাদা করেছে।
এই চ্যাটবটটি প্রথমে আলেক্সার মতো ভার্চুয়াল আসিসস্ট্যান্টে যায় তারপর সার্চইঞ্জিনে ফলাফল সংগ্রহ করে এবং পুনরাবৃত্তির দ্বারা ভয়েস এক্টিভেটেড প্রশ্নগুলির উত্তর তৈরী করে নেয়। এদের সহকারীরা এখনো পর্যন্ত AI প্রযুক্তি ও NLP প্রযুক্তির সাহায্যেই কাজ সম্পন্ন করে থাকে। সেদিক দিয়ে দেখলে চ্যাট জিপিটি এদের থেকে অনেকটাই এগিয়ে আছে। এটি মেশিন লার্নিং ডেটা থেকে প্রাসঙ্গিক তথ্য গুলিকে খুঁজে বের করে নেয় তারপর সেই প্রশ্ন অনুযায়ী উত্তর তৈরী করে, অন্যদের মতো সার্চ ইঞ্জিন গুলোর পরোয়া করে না।
বহু সাইবারসিকিউরিটি বিশ্লেষকদের মতে এই ছোট্ট পার্থক্য ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। সাইবার হুমকির সোর্স খুঁজতে বিশ্লেষকরা যদি Chat GPT ব্যবহার করতে পারে তাহলে অপরদিকে হ্যাকাররাও একইভাবে এই প্রোগাম থেকে ডাটা নিয়ে হ্যাক করার জন্য ব্যবহার করতে পারে। এটির ইতিবাচক দিক হোক বা নেতিবাচক দিক দুটিই নির্ভর করবে ব্যবহারকারীর ব্যবহারের উপর।
পড়ুন- Do these before losing your phone: পছন্দের ফোন হারিয়ে যাওয়ার আগেই করুন এই কাজগুলি
ভবিষ্যৎ যেদিকে (Future through Chat GPT):
Artificial Intelligence এর শুধু মাত্র একটি সংস্করণ হল Chat GPT, এরকম অনেকগুলি টুল বা অ্যাপ্লিকেশান বর্তমানে বাজারে এসেছে যেগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এবং ভবিষ্যতে অনেক বেশি হবে। কাজেই আজ থেকেই ভাবনা চিন্তা শুরু করার প্রয়োজন আছে আমাদের। কি ধরনের কাজ আমরা করি তার উপর নির্ভর করছে সেই কাজ ভবিষ্যতে কতটা প্রাসঙ্গিক থাকবে।
আপনি Chat GPT কে যদি বলেন অর্থাৎ কোন কমান্ড দেন Act like a content writer and write a detailed article for me on human brain within 500 words. মুহূর্তের মধ্যে সে আপনাকে ৫০০ শব্দের মধ্যে একটা সুন্দর আর্টিকেল লিখে দেবে।
আপনি তাকে কবিতা লিখতে বলুন বা বলুন জ্বর এসেছে, মাথা ধরেছে কি ধরনের ওষুধ খাবো? আপনাকে তৎক্ষণাৎ উপসর্গের উপর ভিত্তি করে কিছু ওষুধ রিকম্যান্ড করে দেবে। Open AI (openai.com) এ গিয়ে আপনি নিজেও এগুলি করে দেখতে পারেন। কোন ক্রিয়েটিভ ছবি বানানো (এক্ষেত্রে AI এর অন্য টুল আছে) থেকে শুরু করে চিত্রনাট্য লেখা সব করে দিতে পারে Chat GPT, তাহলে বুঝতে পারছেন ভবিষ্যৎ কোনদিকে যাচ্ছে।
চ্যাট জিপিটি এবং সাইবার নিরাপত্তা (Chat GPT and Cyber Security):
আগের তুলনায় এটি অধিক বাস্তবধর্মী ফিশিং মেইল লিখতে সাহায্য করবে। ব্যক্তি হোক বা অর্গানাইজাশন পার্সোনালাইজড যে কোনো ইমেইল তৈরী করতে পারবে। ফলস্বরূপ মেইল পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত বিভিন্ন রকম তথ্য পাসওয়ার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড নম্বর সবকিছুই নির্দ্বিধায় শেয়ার করার সম্ভাবনা অধিক।
এই পদ্ধতিতে হ্যাকার দের ধরার সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ এখানে ৱ্যানসামওয়ারে আক্রান্ত ভিকটিমদের সঙ্গে গোপনে যোগাযোগ করে টাকাগুলিকে বাগিয়ে নেওয়া যায়। Chat GPT ম্যালওয়ার তৈরিতে সাহায্য করতে পারে। Chat GPT ব্যবহার করে কোন কাজ করলে তা সনাক্ত করা কষ্টসাধ্য । এতে এমন কতগুলো প্রোগ্রাম খুব সহজেই তৈরী কড়া যাবে যেগুলো ৱ্যানসামওয়ারে ও ম্যালওয়ার আক্রমনে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
পড়ুন-Plaster of Paris: হাড় ভাঙার চিকিৎসাতে কিভাবে এল প্লাস্টার অফ প্যারিস, ভেবেছেন কখনও
প্রস্তুত হন (Be Prepared):
এই নয়া প্রযুক্তি আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ নিয়ে আসবে নাকি অভিশাপের কারন হয়ে উঠবে তা এখনি বোঝা যাচ্ছে না। তবে আমাদের সাইবার স্পেসের নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে হবে, আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা Chat GPT কে কেবলমাত্র ভালো কাজে ব্যবহার করবো।
এটি শুধুমাত্র AI ভাষার মডেল নয়, এটি সাইবার স্পেসকে সম্ভাব্য হুমকির মুখে ঠেলে দিতে পারে। এছাড়াও বিভিন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরী GPT3 এবং GPT4 সমানভাবে সাইবার স্পেসের ক্ষতির জন্য দায়ী হতে পারে। তবে সবথেকে বড় প্রশ্ন Chat GPT যদি একাই এত কাজ এত ভালোভাবে করে ফেলতে পারে তাহলে আমাদের কাজের ভবিষ্যৎ কি? কি হতে চলেছে আমরা কিছুই জানি না, তাই সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে আমাদের।