Sunday, March 26, 2023

Ranbir-Alia wedding: রণবীর-আলিয়ার বিবাহ নিয়ে মুখ খুললেন দীপিকা..

Outlinebangla Digital Desk: বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ও অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। রণবীর, আলিয়ার বিগ ফ্যাট ওয়েডিং হবে একেবারে ঘোরয়াভাবে। জানা গিয়েছে, চেম্বুরের পৈতৃক ভিটেতেই সঙ্গে সাত পাক ঘুরবেন রণবীর, আলিয়া।

আমরা অনেকেই জানি আলিয়ার আগে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) প্রেমের সম্পর্ক। বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিং ঘিরে সোশ্যাল মাধ্যমে গুঞ্জন শুরু হতেই দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) বলেন, ‘আমার বিবাহের আগে থেকেই রণবীর কাপুরের সঙ্গে কথাবার্তা হয়নি। কিছু না বলেও আমরা অনেক কথাই বলে ফেলি। এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। আমি রণবীরের কোনো কাজেই আর অবাক হই না।’

একাধিক মিডিয়া সূত্রে খবর, রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়েতে দুই তারকার পরিবার এবং কাছের বন্ধুরা হাজির থাকবেন। এছাড়াও জানা গিয়েছে, আলিয়ার দাদু অসুস্থ। আর সেই কারণেই বিয়ে চলতি মাসে হতে চলেছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট