Breast cancer symptoms bangla: ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি

Outlinebangla: মানুষের উৎশৃংখল জীবন যাপন, বংশীয় ধারাবাহিকতা, খাদ্যের মধ্যে ভেজাল, চিকিৎসার প্রতি গাফিলতি ইত্যাদি কারণে দিন দিন নানান রকম রোগ আমাদের শরীরে অজান্তেই আমাদের শরীরে জায়গা করে নিচ্ছে। ক্যান্সার এই রোগ গুলির মধ্যে অন্যতম। আমাদের পৃথিবীতে স্তন ক্যান্সারে, Breast cancer ভুগতে থাকা রোগীদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় ১৬০০০ এর বেশি নারী স্তন ক্যান্সারের শিকার। উল্লেখ্য প্রতিবছর প্রায় আট হাজারেরও অধিক নারী স্তন ক্যান্সার (Breast cancer symptoms bangla) নামক রোগটির কবলে পড়ে জীবন হারায়।

স্তন ক্যান্সার কি(What is breast cancer)?

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী,স্তনের মধ্যে অবস্থিত কতগুলো কোষ হটাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে। ওই অতিরিক্ত বেড়ে ওঠা কোষ গুলি বিভাজিত হয়ে টিউমার বা পিন্ডে পরিণত হয়। স্তন ক্যান্সারের প্রাথমিক ধাপ হলো টিউমার। সময় মতো চিকিৎসা না করলে রক্তনালীর লশিকার মাধ্যমে এই টিউমার পুরো শরীরে জাল বিস্তার করতে শুরু করে যার ফলে ক্যান্সারের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ Why breast milk is necessary: শিশুর জন্মের পর মাতৃদুগ্ধ কেন প্রয়োজনীয়?

স্তন ক্যান্সারের উপসর্গগুলো কি (Breast cancer symptoms bangla)?

স্তন ক্যান্সারের উপসর্গ গুলো কে দুই ভাগে ভাগ করে নিতে পারি
প্রথমতঃ স্তনপিন্ড উপসর্গ সমূহ।
স্তনের বোঁটা থেকে স্বাভাবিকের তুলনায় বেশি রস বেরোনো। স্তনে চাকা চাকা দাগ দেখা যাওয়া।
স্তনের চামড়া কমলালেবুর খসার মতো হয়ে যাওয়ার পাশাপাশি রঙ ও বদলে যায়। স্তনের বোটার যে কোনো পরিবর্তন যেমন বেঁকে যাওয়া ভিতরের দিকে ঢুকে যাওয়া। সাম্প্রতিক গর্ভবস্থার ঘটনাকে বাদ দিয়ে দুধ ছাড়া বোঁটা থেকে রস পড়ার মত উপসর্গ।
দ্বিতীয়তঃ অন্যান্য শারীরিক উপসর্গ
দমবন্ধ, শ্বাসকষ্ট হওয়া। ঘাড়ের যেকোনো দিকে দলা বা পিন্ড হওয়া। খিদে না পাওয়া। ওজন কমে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেওয়া।
আরও পড়ুনঃ Pregnancy Tips: মা হওয়া কি মুখের কথা? প্রেগনেন্সির সময় যে দিকে নজর দেবেন..

স্তন ক্যান্সার কেনো হয় (Breast cancer causes)?

১) দীর্ঘদিন যাবৎ গর্ভনিরোধিক পিল খাওয়া, ইচ্ছেমতো হরমোনের ইনজেকশন নেওয়ার কারণেও হয়।
২) দেরি করে বাচ্চা নেওয়া, বাচ্চা না হওয়া,বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো পাশাপাশি অতিরিক্ত পরিমানে আমিষ জাতীয় খাবার, চর্বিজাতীয় খাবার এককথায় ফাস্ট ফুড খেয়ে ওজন তুলনামূলক বেশি হলে এই রোগটি ঝুঁকি থাকতে পারে।
৩) বারো বছরের আগে পিরিয়ডস হওয়া, দেরি করে ঋতুশ্রাব বন্ধ হওয়া স্তন ক্যান্সারের কারণ হতে পারে।
৪) এছাড়াও বয়স বেড়ে যাওয়া স্তন ক্যান্সারের বড়ো একটি কারণ। বিশেষত ৫০ বছর বয়সের পরবর্তী মহিলাদের এই রোগটির ঝুঁকি বেশি হয়।

স্তন ক্যান্সারের চিকিৎসা কি?

চিকিৎসকদের মতে এই রোগটির চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ কোনো ভাবেই খাওয়া উচিত নয়। স্তন ক্যান্সারে হওয়ার প্রথম ধাপে এটি টিউমার অবস্থায় থাকে তখনি টিউমার টিকে ভালো করার চেষ্টায় ক্যান্সার স্পেশালিস্ট এর স্বরোনাপন্ন হতে হবে। এই ক্যান্সারের চিকিৎসা প্রধানত তিন ভাগে বিভক্ত। যথা সার্জারি, কেমোথেরাপি, রেডিও থেরাপি।

সার্জারি: এই ক্যান্সারের যে কোনো পর্যায়ে সার্জারি করার প্রয়োজন হতে পারে। ক্যান্সার বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন কখন কি সার্জারি করবেন।
কেমোথেরাপি: সার্জারির পরে হোক বা আগে ক্যান্সার যখন শরীরের অন্য কোনো জায়গায় বাসা বাধঁতে শুরু করে তখন কেমোথেরাপি করতে হয়। রোগীর শারীরিক ও আর্থিক অবস্থার উপর বিচার বিবেচনা করে ডাক্তাররা উপযুক্ত পরামর্শ দেন।
রেডিওথেরাপি: একটি বিশেষ ধরণের মেসিন দ্বারা রেডিওথেরাপি করা হয়। এটি রেডিওথেরাপির পরের ধাপ। ক্যান্সার হাড়ে হাড়ে ছড়িয়ে পড়লে তখন বিশেষজ্ঞরা রেডিওথেরাপি করতে বলেন। তবে যে কোনো রোগের ক্ষেত্রে সবথেকে উর্দ্ধে নিজস্ব সচেতনতা। তাই লজ্জাকে সরিয়ে রেখে বিপজ্জনক পরিস্থিতি আসার আগেই স্তন ক্যান্সারের উপসর্গ দেখলেই তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করে নিজেদের সমস্যার সমাধান করুন।
আরও পড়ুনঃ Regular health checks: একদম অবহেলা করবেন না, এই ৫ উপসর্গ দেখা দিলে দ্রুত যান চিকিৎসকের কাছে

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস