নিজস্ব সংবাদদাতা,রিনটু পাঁজা,বীরভূম: নলহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২ এবং আহত ১। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮.৩০ নাগাদ বীরভূমের পানাগড় মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর,
জানা গেছে, একটি বাইকে করে সকালে ৩জন ব্যক্তি বীরভূমের মুরারই থানার চাতরা গ্রাম পঞ্চায়েত এর খানপুর এলাকা থেকে নলহাটি আসছিলেন সে সময় একটি পাথর বোঝাই লরির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে মারা যান ১ জন এবং ২জন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যায়। মৃত দুই জনের নাম সুজন সেখ এবং সাইদুল সেখ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। ঘাতক লরি টি কে আটক করেছে পুলিশ তবে লরির চালক এবং খালাসী পলাতক। মৃত দেহ দুটি ময়নতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।