আউটলাইন বাংলা ডেস্কঃ দেশ জুড়ে করোনার তাণ্ডব। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ সংখ্যা। কোনো ভাবেই রোখা সম্ভব হচ্ছে না। এমন কঠিন পরিস্থিতির কথা ভেবেই আগস্টের মতোই সেপ্টেম্বর মাসেও সপ্তাহের নির্দিষ্ট দিনে বাংলায় লকডাউন জারি থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন থেকে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোন কোন দিন লকডাউন থাকবে জানিয়ে দিলেন। সেপ্টেম্বরের ৭ সেপ্টেম্বর (সোমবার), ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ও ১২ সেপ্টেম্বর (শনিবার) বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। পরবর্তী পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন জারি করা হবে কিনা তা ঠিক করা হবে।
তিনি আজ জানিয়েছেন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ বন্ধ থাকবে। তিনি আরও জানান, যে ছয় শহর থেকে বিমান আসায় নিষেধাজ্ঞা ছিল, সেখান থেকে সপ্তাহে তিন দিন করে বিমান চালু করা যেতে পারে। এছাড়াও সামাজিক দূরত্ব বিধি মেনে মেট্রো চালুর ব্যপারে ইতিবাচক ইঙ্গিত প্রকাশ করেন তিনি।