Friday, March 24, 2023

প্রথম দশে পশ্চিমবঙ্গ, দুর্গাপূজার আগে কড়া গাইডলাইন কেন্দ্রের

আউটলাইন বাংলা ডেস্ক: দেশের ২৫ টি জেলার মধ্যে দুটি উত্তর চব্বিশ পরগণা ও কলকাতা অনেকটাই এগিয়ে। পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্য়ার নিরিখে প্রথম দশে রয়েছে পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে আসন্ন দুর্গোৎসবের বিষয়ে রাজ্যগুলিকে ফের সতর্ক করল কেন্দ্র।

পশ্চিমবঙ্গের দুর্গাপূজার মতোই কেরলের জনপ্রিয় ওনাম উৎসব যা এক ধাক্কায় করোনার সংক্রমণ বাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা। তাঁদের অভিমত, দুর্গাপুজা, দশেরা, দীপাবলী আসন্ন। এই সময়ে যদি লোকে কোভিড বিধি ভুলে অবাধে মেলেমেশা করে তবে করোনা আরও বাড়বে। তাই দুর্গাপূজার আগে কড়া গাইডলাইন দিয়েছে কেন্দ্র।

১। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩.০২ শতাংশ। এর পাশাপাশি দেশের মোট পচিশটি জেলায় ৪৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে।
২। কলকাতায় মৃত্যুহার ১.৭১ শতাংশ এবং উত্তর চব্বিশ পরগণায় ১.১২ শতাংশ।
৩। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী উৎসব অনুষ্ঠানে ভীড় জমানো চলবে না। মানতে হবে সামাজিক দূরত্ববিধি।
৪। প্রতিটি অনুষ্ঠানস্থলে আইসোলেশনের জায়গা রাখতে হবে।

৫। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে মাল্টিপল এন্ট্রি একজিট গেট।
৬। জুতো খুলতে হবে ধর্মীয় স্থান থেকে দূরে। একবার ব্যবহারের পরেই বাতিল করতে হবে জলের গ্লাস।
৭। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিউনিটি কিচেন করলেও মানতে হবে কোভিড বিধি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট