Outlinebangla Digital Desk: দেশ জুড়ে মারন ভাইরাস করোনা তার পরিধি ক্রমশ বাড়িয়েই চলেছে। মৃত্যু মিছিল অব্যহত। সঙ্গে করোনার টিকা নিয়ে চলেছে ভগান্তি। এমন কঠিন পরিস্থিতির মধ্যে রাজ্যে এসে পৌঁছেছে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ ডোজ কোভিশিল্ড টিকা (Covishield Vaccine)। আজ অর্থাৎ বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কোভিশিল্ডের টিকা (Covishield Vaccine) এসে পৌঁছেছে কলকাতায়।
জানা গিয়েছে, বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে সমস্ত টিকা সংরক্ষন করা হবে। এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার পুনের সেরাম ইনস্টিটিউট (serum institute of india) থেকে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ ডোজ কোভিশিল্ড টিকা (Covishield Vaccine কিনেছে।
ইতিমধ্যেই রাজ্যে চলছে ৪৫ বছর বয়সের ঊর্ধ্বে টিকা করন। রাজ্যের হাতে টিকা কম থাকায় ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে টিকা দিতে অসুবিধা হচ্ছিল। টিকা নিয়ে ভোগান্তির সমস্যা দূর করতেই পুনের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা কিনল রাজ্য সরকার।