Wednesday, March 22, 2023

১৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গে করোনার দৈনিক সংক্রমণ

আউটলাইন বাংলা ডেস্ক: দ্বিতীয় ঢেউয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গম্ভীর। লাফিয়ে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। এখনো ২ দফা ভোট বাকি, এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন রোগী। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৮ হাজার ৬১ জনে। এ নিয়ে পশ্চিমবঙ্গের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৮৪ জনে। শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৫ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ হাজার ২৮১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৯৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে শুধু কলকাতারই ২ হাজার ৯৭০ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৮২২ জন, হাওড়া ৭৯৭ জন, পশ্চিম বর্ধমানে ৭৬৮ জন, হুগলিতে ৬২৩, পূর্ব বর্ধমানে ৪৫২ এবং পূর্ব মেদিনীপুরে ৩৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

রাজ্য সরকারের পক্ষ থেকে মহামারী আইন অনুযায়ী মাস্ক না পরলে আদালতে পেশ করার কথা জানানো হয়েছে। তবে এই পরিস্থিতির জন্য অনেকেই কিছুটা হলেও নির্বাচনকে দায়ী করেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নির্বাচন সংক্রান্ত বড় জমায়েত বাতিল করেছে দল গুলি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট