আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ পৈলানের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির ‘ভাতিজা’ মন্তব্যের যোগ্য জবাব দিলেন। এদিন বিজেপির দিকে আঙুল তুলে আক্রমনের সুরে বলেন আপনাদের নিশানায় শুধু দিদি আর ভাতিজা। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাও, তারপর আমার সঙ্গে লড়াই করতে এসো।
এখানেই শেষ না এদিন তিনি শাহের পুত্র জয় শাহকে নিয়ে কটাক্ষের সুরে বলেন, কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু হঠাৎ ক্রিকেটের নেতা হল কি করে? কিভাবে ১৬ কোটির মালিক হল? আমরা দেখতে চাই। এছাড়াও তিনি বলেন, “ নিজের ছেলেকে সাধু সাজিয়ে অন্যদের গালাগাল দেবে এটা চলবে না। তোমার ছেলেও আমার ভাতিজা হয়, কিন্তু সে কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ পেল?
আজ মূলত পৈলানের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আগে অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হারাও।“ প্রসঙ্গত, আজই অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার মাটিতে “পরিবর্তন যাত্রার” সূচনা করেছেন অমিত শাহ।