Wednesday, March 22, 2023

বিজেপি টাকা দিয়ে সব পচা-ধসা বিধায়কদের কিনছে: Mamata Banerjee

আউটলাইন বাংলা ডেস্কঃ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দল গুলি। বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই রাজনৈতিক দল। এমন পরিস্থিতির মাঝেই তৃনমূল ছাড়ার হিড়িক একাধিক জেলায়। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক তৃনমূল নেতা বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন।

কার্যত এই প্রসঙ্গে আজ বোলপুরের সভা থেকে মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কটাক্ষের সুরে বলেন, বিজেপি টাকা দিয়ে তৃণমূলের পচাধচা বিধায়কদের কিনছে। তবে ওতে তৃণমূলের কোনো অসুবিধা নেই।

ভোটের আগেই সংগঠন আরও মজবুত করতে ২ দিনের সফরে আজ সোমবার বীরভূমে গিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে গতকাল দুপুরে প্রশাসনিক বৈঠক করবেন, এবং তারপর নিজে ঘুরে দেখেন দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট