Outlinebangla Digital Desk: গুটখাসহ তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে অতন্ত্য ক্ষতিকর। সাধারণ মানুষের ভালো চেয়ে দেশের বহু রাজ্যই ধীরে ধীরে গুটখা, খৈনি, পান মশলাসহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার পথে হেঁটেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এক বছরের জন্য গুটখা, পান মশলাসহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, গুটখা, খৈনি, পান মশলাসহ তামাকজাত দ্রব্য নিকোটিন উপাদান থাকে। তাই এই ধরনের দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
West Bengal government on Monday, 25th October announced a ban on manufacture, storage, sale or distribution of gutkha and pan masala containing tobacco and/or nicotine as ingredients for a period of one year with effect from 7th November 2021. pic.twitter.com/mLGLQakZhL
— ANI (@ANI) October 27, 2021
প্রসঙ্গত, ২০১৩ সালে ২৩ এপ্রিল এক বছরের জন্য পশ্চিমবঙ্গে, গুটকা, খৈনি, পানমশলা নিষিদ্ধ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং তারপর ২০১৯ সালে পশ্চিমবঙ্গে গুটখা, পান মশলাসহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হয়। এরপর থেকে সময়সীমা বাড়তে থাকে। তবে তামাকজাত দ্রব্য নিষিদ্ধ হলেও আমজনতার সচেতনতার অভাবে বাজারে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে গুটখা, খৈনি, পান মশলাসহ তামাকজাত দ্রব্য।