Wednesday, March 22, 2023

মোদীর হাত শক্ত করতে ব্রিগেডে থাকছেন মহাগুরু

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ রবিবার মোদির বিগ্রেডে থাকছে চমক। মোদির সভায় উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে আজ মোদীর হাত ধরে BJPতে যোগ দিতে পারেন মিঠুন চক্রবর্তী। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

কিছুদিন ধরেই জল্পনা চলছিল ব্রিগেডে মোদির সভায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিয়ে। গতকাল মধ্যরাতে কলকাতা ঢুকেই বিজেপির বঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবং তাদের দু-জনার আলোচণার পর কৈলাস বিজয়বর্গীয় জানান, তিনি ভোট রাজনীতিতে রাজি আগ্রহী নন। তবে নরেন্দ্রমোদীর হাত শক্ত করতে চান মিঠুন চক্রবর্তী।

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী এর আগে অনেকদিন ধরেই এ রাজ্য তৃণমূল কংগ্রেস এর সাথে যুক্ত ছিলেন। এমনকি রাজ্যসভার সদস্যও ছিলেন। তবে বছর পাঁচেক আগে চিটফান্ড কাণ্ডে তার নাম জড়ায়। পরে অসুস্থ শরীর দেখিয়ে তিনি ২০১৬ সালে সাংসদ পদ ত্যাগ করেন। তারপরে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দেন নি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট