আউটলাইন বাংলা ডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, সংক্রমণে লাগাম দিতে এবার থেকে সপ্তাহে ২ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠকের শেষে এমনটাই জানিয়েছেন। এছাড়াও তিনি জানান চলতি সপ্তাহে আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। এই দু-দিন শুধু মাত্র জরুরী পরিষেবা পাওয়া যাবে। বাকি সমস্ত কিছু পরিষেবা বন্ধ থাকবে।
রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের বেশ কিছু জায়গায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই গোষ্ঠী সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ফের লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। করোনা পরিস্থিতির মধ্যেই সাধারন মানুষের সুবিধার কথা ভেবে আজ নবান্নের তরফে দুটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার চালু করেছেন, নম্বর দুটি হল ১৮০০৩১৩৪৪৪২২২ (1800313444222) ও ০৩৩-২৩৪১২৬০০ (03323412600)।
এছাড়াও টেলিফোনে যোগাযোগ করে ওষুধ পাওয়ার জন্য ০৩৩২৩৫৭৬০০১ (03323576001) এবং জরুরী পরিষেবায় অ্যাম্বুল্যান্সের জন্যও একটি নম্বর চালু করেছেন ০৩৩৪০৯০২৯২৯ (03340902929)