আউটলাইন বাংলা: ভবিষ্যৎ জানার আগ্রহ মানুষের প্রবল (astrology)। ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হলে তার প্রতিকারও সম্ভব দ্রুত। কিন্তু রাশি (zodiac sign) কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্ম তার ভাগ্যকে নিয়ন্ত্রন করে। জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের উপত ভিত্তি করে আগাম একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে মাত্র (horoscope 2021) । তাহলে দেখে নিন রাশিচক্র অনুযায়ী আপনার সাপ্তাহিক (rashifal, rasifol) রাশিফল-
মেষরাশি- সামনের সাত দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ে চাপ প্রয়োগ করতে পারেন। শ্যালক বা কুটম্বদের সাথে যৌথ বিনিয়োগ না করাই ভালো। সঞ্চয়ের চেষ্টায় সাফল্য আশা করা যায়। কোনো আত্মীয়র বাসায় আপ্যায়িত হওয়ার সুযোগ আসবে। ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রা যোগ প্রবল।
শুভ সংখ্যা (lucky number)- ২, শুভ রং- সাদা।
বৃষরাশি- বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীক কাজকর্মে অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করতে পারেন। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে হলে আপনাকে কৌশুলী হতে হবে। শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে। জীবন সাথীর সাথে অকারনে তর্কে না জড়ানোই ভালো। রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন।প্রতিকার – বাড়ীতে তুলসী গাছ লাগান, উপকার পাবেন (astrology bangla)।
শুভ সংখ্যা- ৩, শুভ রং- সাদা।
মিথুনরাশি- এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য ভালো। বড় রোগ ব্যাধির সম্ভবনা নেই। এই সপ্তাহে আপনার প্রতি আপনার কাছের বা ঘরের সদস্যের ব্যবহার আশ্চর্য্যজনক হতে পারে। কেরিয়ারে দিক থেকে উন্নতির যোগ রয়েছে (astrology bangla)। তবে আপনাকে নিজের লক্ষের দিকে এগিয়ে যেতে হবে। ছাত্রদের ক্ষেত্রে পূর্বে করা পরিশ্রম সপ্তাহের শেষে আশানুরূপ ফল নিয়ে আসবে।
শুভ সংখ্যা (lucky number) – ২, শুভ রং- কমলা।
২০২১ সালে (horoscope 2021) ঘটতে চলা আপনার পেশা, স্বাস্থ্য, শিক্ষা এবং পারিবারিক জীবন সম্পর্কিত তথ্য আপনি জানতে পারবেন আমাদের (rashifol, rasifal) সাপ্তাহিক রাশিফলে।
কর্কটরাশি- সামনের দিন গুলিতে আপনার ভ্রমণ যোগ আছে, তবে ভ্রমন করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে (daily horoscope) । শেষের দিনগুলিতে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। ভবিষ্যতের কথা না ভেবে বর্তমান উপভোগ করুন। আপনার কাজে সম মানসিকতার বন্ধুদের সাহায্য নিন উপকার পাবেন। আপনি পেশাদারী পদ্ধতিতে নিজেকে উপস্থাপন করে কর্মজীবনে লাভজনক পরিবর্তন আনতে পারবেন।
শুভ সংখ্যা (lucky number) – ৭, শুভ রং- কমলা এবং সোনালী।
সিংহরাশি- সিংহ রাশির জাতক জাতিকার কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন। পদস্ত কর্মকর্তার স্নেহ ও পূর্ণ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন। বিদেশী কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে কাজের সুযোগ আসবে। বিদেশীদের কাছ থেকে ভালো কোনো প্রস্তাব লাভ।
শুভ সংখ্যা (lucky number) – ৩, শুভ রং- আসমানি।
কন্যারাশি- এই সপ্তাহে আপনি অকারণেই অনেক কেনাকাটা করে ফেলবেন, ফলে সপ্তাহের শেষে দিকে অর্থাভাব দেখা দিতে পারে (rashifol, rasifal) । ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা নিজের কোন কাছের বন্ধুর সাহায্যে নিন, সিদ্ধান্ত গ্রহনে সুবিধে হবে। যারা চাকরীর চেষ্টা করছেন তাদের ইন্টারভিউ এর সুযোগ আসতে পারে।
শুভ সংখ্যা- ২, শুভ রং- সাদা।
তুলারাশি- তুলার জাতক জাতিকার সপ্তাহটি সার্বিক ভাবে মিশ্র সম্ভাবনাময়। আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে চেষ্টা করতে হবে। পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানেসফল হবেন। আইনগত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। দেনা পাওনা সংক্রান্ত বিরোধ মেটাতে কোনো বৈঠক করা জরুরী হয়ে পড়বে।
শুভ সংখ্যা (lucky number) – ৩, শুভ রং- কমলা।
আরও পড়ুন- হনুমানজির পুজো করুন প্রতি মঙ্গলবার, ভাগ্য ফিরবেই !
বৃশ্চিকরাশি- ই সপ্তাহ আপনার জন্য বিশেষ লাভজনক। এটি আপনার উত্তম সময়, তবে কথায়-কথায় বিবাদ, মতভেদ বা অন্যদের কাজে ঘাটতি বের করা, এই অভ্যেসটি আপনার পরিবর্তন করার প্রয়োজন (rashifol, rasifal)। আপনার নিজের ক্যারিয়ারে, কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হবেন, তবে নিশ্চিত থাকুন সফলতা আপনি পাবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
শুভ সংখ্যা- ১, শুভ রং- নীল।
ধনুরাশি- ধনু রাশির জাতক জাতিকার কর্মজীবনের শত্রুর বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীক কোনো তথ্য ফাঁশ হয়ে যাওয়াতে লোকসানের সম্মূখীন হতে পারেন। কাজের লোকেদের উপর অন্ধ বিশ্বাস না করাই হবে উত্তম। পুরোন কোনো মামলার জেড়ে নতুন করে বিপদে পড়তে পারেন। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।
শুভ সংখ্যা- ৫, শুভ রং- হলুদ।
মকররাশি- এই সপ্তাহে পেটের সমস্যাতে ভুগবেন। আপনি আপনার পুরোনো বন্ধু বান্ধব বা কাছের মানুষকে নিমন্ত্রন করতে পারেন, জা আপনার জন্য বিশেষ উপযোগী হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উন্নতি লক্ষ করা যাচ্ছে। ছাত্রদের ভালো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সময়টি অনুকূল (daily horoscope)। এরকম সময়ে কিছু ছাত্র নিজের শিক্ষকের কাছ থেকে সমর্থন এবং সাহায্য পাবেন।
শুভ সংখ্যা (lucky number) – ৯, শুভ রং- লাল।
কুম্ভরাশি- এই সপ্তাহে আপনি কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। পদস্ত কর্মকর্তার স্নেহ ও পূর্ণ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে। কোন বিশেষ বেক্তির আশীর্বাদ আপনার মনে শান্তি এনে দেবে। ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।
শুভ সংখ্যা- ১, শুভ রং- সাদা।
মীনরাশি- ধর্মীয় ও আধ্যাত্মীক কারনে দূরের যাত্রার সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশী ভাষা শিক্ষায় সফল হতে পারবেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা নিজের কোন কাছের বন্ধুর সাহায্যে নিন, সিদ্ধান্ত গ্রহনে সুবিধে হবে। নিজের সময় এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন, এর ফলে আপনি আর্থিক ভাবে উন্নতি করবেন।
শুভ সংখ্যা- ৩, শুভ রং- সাদা।