শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম থিয়েটার।

নাটকের স্বীকৃতি বজায় রাখতে প্রতিবছর ২৭ মার্চ বিশ্ব জুড়ে উদযাপিত হয় “বিশ্ব থিয়েটার দিবস” (World Theatre Day)

চলচ্চিত্র শিল্পের আবির্ভাবের আগে মানুষ মূলত নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত।

খ্রিষ্টীয় প্রথম থেকে খ্রিস্ট পূর্ব তৃতীয় শতাব্দীর মধ্যে সংস্কৃত নাটকের বিকাশ ঘটেছিল।

ওই সময় মূলত নাট্যচর্চা করত রাজন্যবর্গ ও ব্রাহ্মণরা।

ইংরেজ রাজত্বের সূচনার পর থেকেই নাট্যচর্চায় বাঙালি যেন সোনার কাঠির আলোয় আলোকিত হল।

থিয়েটার বা নাটকে আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ।