আমরা সকলে জানি যে সমুদ্রের জল ভীষণ লবনাক্ত হয়ে থাকে

Image Source: Google

যে সকল ব্যক্তি সমুদ্রে স্নান করার সুযোগ পেয়েছেন তারা সকলেই এই বিষয়টিকে হাতে নাতে পরীক্ষা করে প্রমান পেয়েছেন

Image Source: Google

কখনো ভেবে দেখেছেন কি এতো নদী থাকতে সব লবন কেন সমুদ্রের জলেই 

Image Source: Google

বিষয়টি খুবই সাধারণ। আসলে সমুদ্রের জলের লবন আসে ভুপৃষ্ঠের মধ্যেকার বিভিন্ন শিলা থেকে। এই সমস্ত শিলার মধ্যেই রয়েছে খনিজ

Image Source: Google

যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল ও বাতাসে মিশে থাকা কার্বন-ডাই-অক্সাইড মিলিয়ে তৈরী হয় কার্বনিক অ্যাসিড

Image Source: Google

বৃষ্টির জলেও সামান্য অ্যাসিড থাকে। এই অ্যাসিড মিশ্রিত বৃষ্টি  ক্রমে মাটি পাথর পেরিয়ে গিয়ে শেষে সমুদ্রে গিয়ে মেশে

Image Source: Google

সমুদ্রের জলে দুটি পদার্থ অতিরিক্ত পরিমানে থাকে একটি ক্লোরাইড অন্যটি হলো সোডিয়াম, সোডিয়াম ও ক্লোরাইড স্বাদেই লবনাক্ত

Image Source: Google

পৃথিবীর সমুদ্রে অবস্থিত সমস্ত লবন তুলে নিয়ে সমস্ত স্থলভাগে ছড়িয়ে দিলে সে লবণের স্তুপের উচ্চতা হবে ৫০০ ফুট

Image Source: Google