Image Credit: Google
অতি সামান্য একটি জিনিষের গুরুত্ব ঠিক কতটা সেটার সবচেয়ে যোগ্য উদাহরণ হলো লবন।
1
Image Credit: Google
সাধারণত ৪০ চা চামচ লবন থাকে আমাদের শরীরে। গোটা শরীরের মোট ০.৪ শতাংশই লবন।
2
Image Credit: Google
খাদ্যহিসাবে আমরা যে লবন খেয়ে থাকি সেটি সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরী যার জন্য এটির রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড।
3
Image Credit: Google
লবন যে শুধুমাত্র খাবার সংরক্ষণ করতে কাজে লাগে তাই নয় এটি আমাদের শরীরের বিভিন্ন ক্ষতকে সারিয়ে তুলতেও ওস্তাদ।
4
Image Credit: Google
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে দেড় হাজার থেকে দু হাজার তিনশো মিলিগ্রাম লবণের প্রয়োজন, যা একটি চিপসের প্যাকেটেই থাকে।
5
Image Credit: Google
মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণী ও উদ্ভিদের জন্যও লবন সমান ভাবে প্রয়োজনীয়।
6
Image Credit: Google
শরীরে সঠিক পরিমানে লবন উপস্থিত না থাকায় হাইপোনাট্রেমিয়ার লক্ষণ দেখা দিতে শুরু যার ফলে কোমা, খিঁচুনি এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
7
Image Credit: Google
প্রকৃতিতে টিকে থাকার জন্য শরীরে লবণের ভারসাম্য রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই।
8
Image Credit: Google
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন
9
Scribbled Arrow
Learn more