বহু রোগেই মহাঔষধি পেঁপে।
কাঁচা বা পাকা দুই রকম পেঁপেতেই আছে বহু গুনাগুন।
শুধু পেঁপেই নয়, এই গাছের পাতা, বীজ এবং ফুলও খুবই উপকারী।
প্রতিদিন সকালে পাকা পেঁপে খেলে শরীরে শক্তি সঞ্চার ঘটে।
পেঁপেতে রয়েছে ভিটামিন A, B ও C
নিজেকে সুস্থ্য রাখতে খাদ্য তাল
িকা থেকে পেঁপে বাদ দবেন না।
Learn more