Image Credit: Google

পোষ্য প্রাণী হিসেবে বিড়ালের বেশ কদর আছে। তবে বিড়ালের নানা ভালো গুন থাকেলও, বিড়াল কিন্তু ভীষণ অলস প্রাণী।

 1 

Image Credit: Google

আপনি জানেন কি? পোষ্য বিড়ালগুলো প্রতিদিন প্রায় ১০ থেকে ১৩ ঘন্টা ঘুমায়। তবে একটানা না একবারের ঘুমের জন্য ৫০ থেকে ১০০ মিনিট সময় ব্যয় করে।

 2 

Image Credit: Google

নিশ্চয় ভাবছেন বিড়াল কেন এত ঘুমায়? যদি এত সময় ঘুমায় তাহলে এরা সজাগ অবস্থায় সক্রিয় থাকে কতক্ষন?

 3 

Image Credit: Google

জেনে রাখুন বিড়াল নিশাচর প্রাণীর মতো অন্ধকারে সক্রিয় থাকতে পারে না। এরা সক্রিয় থাকে ভোর ও সন্ধ্যাবেলা।

 4 

Image Credit: Google

বিড়ালের দৃষ্টিশক্তি প্রখর হয় উষা বা গোধূলীর আবছায়া আলোয়। এরা যততুকু সময় সক্রিয় থাকে ততটুকু সময়ে প্রচুর শক্তি ব্যয় করে।

 5 

Image Credit: Google

এরা মূলত ওই সময়ে শিকার খুঁজে বের করে সঙ্গে ধাওয়া করা, সেটাকে ধরা ও খাওয়া। তাই এরা বেশি ঘুমের মাধ্যমে শক্তি সঞ্ছয় করে।

 6 

Image Credit: Google

তবে পোষ্য বিড়ালদের শিকার করা বা খাওয়া দাওয়া নিয়ে বেশি চিন্তা থাকে না। তাই এরা একটু বেশি সময় ঘুমিয়ে থাকে।

 7 

Image Credit: Google

কিছু কিছু বিড়াল ১৭ ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তাই এটা এদের জন্য অস্বাভাবিক কিছু নয়।

 8