স্বল্প পোশাকেই বিখ্যাত Uorfi Javed, যে যাই বলুক, পরোয়া নেই উরফির। নিজ ফুর্তিতেই থাকতে ভালবাসে তিনি

Image Credit: Googe

তাঁর নিত্যনতুন ফ্যাশনের অপেক্ষায় মুখীয়ে থাকেন ভক্তরা। রোজ রোজ যেন ফ্যাশনে সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন

Image Credit: Googe

সম্প্রতি লাভ লেটার পেয়েছেন উরফি জাভেদ। শুধু লাভ লেটার নয়, সঙ্গে দিয়েছে একগুচ্ছ সাদা গোলাপ

Image Credit: Googe

কিন্তু কে দিয়েছে এই লাভ লেটার। কী লেখা ভালাবাসা মাখা প্রেমপত্রে?

Image Credit: Googe

প্রেমপত্রে উরফির উদ্দেশ্যে লিখেছে, ‘‘প্রিয় উরফি, আমি যা করি সব তোমারই জন্য। আমাদের ভালবাসা বিরল”

Image Credit: Googe

“আমি প্রতিশ্রুতি দিলাম আজীবন তোমার সঙ্গেই থাকব। তোমায় ভালবাসি।”

Image Credit: Googe

শেষমেশ দেখা যায় চিঠির নীচে জ্বলজ্বল করছে উরফির নাম। আর কেউ না Uorfi নিজেই নিজেকে প্রেমপত্র দিয়েছে

Image Credit: Googe