ভারতীয় সংস্কৃতির প্রতীক Rabindranath Tagore, তিনি একাধারে কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, লেখক এবং শিক্ষাবিদ।

Image Credit: Googe

কবির লেখা কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালির মন কেড়ে নেয়। ১৮৭৮ খ্রীষ্টাব্দে প্রথম বই ‘কবিকাহিনী’ প্রকাশিত হয়।

Image Credit: Googe

১৮৯৩ থেকে ১৯০০ সালের মধ্যে সাত খণ্ড কবিতা লিখেছিলেন, যার মধ্যে সোনার তরী এবং ক্ষণিকা ছিল।

Image Credit: Googe

সালটা ১৯০১ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হন। ওই সময় শান্তিনিকেত বোলপুরে ব্রহ্মাচার্যশ্রম প্রতিষ্ঠা করেন।

Image Credit: Googe

সালটা ১৯০৫, বাংলা দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত চলছে। এমন পরিস্থিতিতে লর্ড কার্জনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় Rabindranath Tagore

Image Credit: Googe

অবিভক্ত বাংলার অন্তর্নিহিত ঐক্যের প্রতীক হিসাবে রাখিবন্ধন অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন।

Image Credit: Googe

গীতাঞ্জলির জন্য Rabindranath Tagore ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

Image Credit: Googe

১৯১৫ সালে তিনি ব্রিটিশ রাজা জর্জ পঞ্চম দ্বারা নাইট উপাধি লাভ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইট উপাধি ত্যাগ করেছিলেন।

Image Credit: Googe