Image Credit: Google

প্রত্যেক মহিলার জীবনপর্বে রিপ্রোডাক্টিভ সময়ে সম্পূর্ণ তাঁর ইচ্ছায় শরীর থেকে ডিন্বাণু নিঃসরণ করা হয়।

 1 

Image Credit: Google

সেটাকে হিমায়িত ভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই বিশেষ পদ্ধতিটিকে oocyte cryopreservation বলা হয়।

 2 

Image Credit: Google

১৯৮৬ সালে হিমায়িত ডিম্বাণু থেকে প্রথম সন্তান লাভের খবর মেলে।

 3

Image Credit: Google

বলিউডের একাধিক তারকা রয়েছেন যারা পেশার দৌলতে ব্যাস্ত থাকার দরুন, ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন   না।

 4

Image Credit: Google

অনেক সময় নিজের সৌন্দর্যের কথা ভেবে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যান না।

 5

Image Credit: Google

চলুন দেখে নেবো কোন কোন তারকা ডিম্বাণু সংরক্ষণ করে রেখে ছিলেন।

 6

Image Credit: Google

বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন তিনি নিজের ডিম্বাণু হিমায়িত করে রেখেছিলেন।

 7

Image Credit: Google

কাজলের বোন  তনিশা মুখোপাধ্যায় ৩৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন।

 8

Image Credit: Google

লাল সিং চাড্ডা অভিনেত্রী মোনা সিং ৩৪ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন।

 9

Image Credit: Google

একতা কপূর ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন ৩৬ বছর বয়সে। তিনি ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন।

 10

Image Credit: Google

বিগ বস-এ রাখি সাওয়ন্ত জানিয়েছিলেন তিনি মা হতে চেয়ে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন।

 11

Image Credit: Google

প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়না হেডেনও ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন।

 12

Image Credit: Google

টিভি অভিনেত্রী রিধিমা পণ্ডিতও ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন।

 13

Image Credit: Google

বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

 14

Arrow