Image Credit: Google

চারাগাছ কেনার আগে সতর্ক থাকে হবে। আমরা না জেনে বুঝেই নার্সারী থেকে ভুলভাল চারাগাছ নিয়ে চলে আসি।

 1 

Image Credit: Google

চারাগাছটি টবে বসানোর কয়েকদিনের মধ্যেই গাছটি শুকিয়ে যেতে থাকে এবং একটা পর্যায়ে মারা যায়।

 2 

Image Credit: Google

যদিও সবথেকে বড়ো ব্যাপার হলো ভুল ভাল চারাগাছ নিয়ে আসার জন্যই গাছটির ফলন এবং বৃদ্ধি কিছুই হয় না।

 3 

Image Credit: Google

সঠিক চারাগাছ চিহ্নিত করার বিভিন্ন রকম কৌশল বা উপায় রয়েছে। যেগুলি আমাদের জানা উচিত।

 4 

Image Credit: Google

যেকোনো গাছের ফুল বা ফল বেশি আকৃষ্ট করে। সঠিক যত্ন না জেনে ফুল-ফল যুক্ত গাছগুলিকে বাড়িতে না লাগানোই ভালো।

 5 

Image Credit: Google

নার্সারী থেকে আনা চারাগাছগুলির সবকটা সমানভাবে বাড়ে না। এর পিছনের কারণ হলো ওখানে সমান জাতের বিভিন্ন ধরণের গাছ থাকে।

 6 

Image Credit: Google

গাছ তোলার আগে অবশ্যই খেয়াল রাখবেন মাটির মধ্যে শিকড় পৌঁছেছে কি না, যদি পৌঁছে গিয়ে থাকে তাহলেই বিপদ।

 7 

Image Credit: Google

গাছটি টেনে তোলার সময় শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ফলে বাড়িতে নিয়ে যাওয়ার পর গাছটি মারা যাবে।

 8 

Image Credit: Google

শক্ত গোড়া যুক্ত চারাগাছ খুঁজুন। অধিক লম্বা ডালওয়ালা যুক্ত গাছ না কেনায় ভালো।

 9