Image Credit: Google
কিংবদন্তি অভিনেতা বিগ বি’র সম্পর্কে পাঠকরা অনেক কিছুই জানে। তবে অজানা ব্যাপারও কম নয়।
1
Image Credit: Google
বলিউডে অমিতাভ বচ্চনই সবচেয়ে লম্বা অভিনেতা, উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।
2
Image Credit: Google
হরিবংশ রাই বচ্চন ছেলের নাম রাখতে চেয়েছিলেন ‘ইনকিলাব’।
3
Image Credit: Google
কবি সুমিত্রা নন্দন পান্তের পরামর্শে তিনি বেছে নেন ‘অমিতাভ’ নামটি।
4
Image Credit: Google
পড়াশোনা শেষ ৫০০ টাকার বেতনে একটি শিপিং ফার্মের নির্বাহী হিসেবে কাজ শুরু করেছিলেন।
5
Image Credit: Google
‘বিজয়’ নামটি পছন্দ করতেন বিগ বি। ২০টি ছবিতে বিজয় নামের চরিত্রে অভিনয় করেছেন।
6
Image Credit: Google
চলচ্চিত্র জগতে পা রাখার আগে চাকরির বেতন ছিলো ১৬৮০
7
Image Credit: Google
চাকরি জীবনে একটি সেকেন্ডহ্যান্ড ফিয়েট গাড়ি কিনেছিলেন তিনি।
8
Image Credit: Google
ক্যারিয়ারের শুরুতে পরপর ১২টি ছবি ফ্লপের খাতায়। প্রথম হিট ছবি ‘জঞ্জির’ (১৯৭৩)
9
Image Credit: Google
এশিয়ার প্রথম অভিনেতা হিসাবে তাঁর মোমের মূর্তি স্থান পায় লন্ডনের বিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে।
10
Image Credit: Google
১৯৮৪ সালে পদ্মশ্রী, ২০০১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে পদ্মবিভূষণ খেতাব পান অমিতাভ।
11