Medium Brush Stroke
ভারতীয় কৌতুক অভিনেতা বললেই যার ছবিটা প্রথমেই মনের ক্যানভাসে ভেসে ওঠে তিনি হলেন Kapil Sharma
Image Source: Google
Medium Brush Stroke
Kapil Sharma শৈশব থেকেই রসাত্মক ছিলেন এবং নিজেকে একজন গায়ক হিসাবে পরিচিত করতে চেয়েছিলেন।
Image Source: Google
Medium Brush Stroke
২০০৭ সালে কমেডি শো The Great Indian Laughter Challenge-এ অডিশন দিয়ে তার কর্মজীবন শুরু করেন।
Image Source: Google
Medium Brush Stroke
তারপর একটি পাঞ্জাবী শো“হস্তে হাসতে রহো” তে কাজ করেন। এর পরে কপিল শর্মা কমেডি সার্কাস সিজন ৬-এ অংশগ্রহণ করেন।
Image Source: Google
Medium Brush Stroke
একটি নৃত্য শো ঝলক দিখলাজা সিজন ৬ হোস্টও করে। Kapil Sharma বিশেষ স্বীকৃতি পেলো ২০১৩ সালে।
Image Source: Google
Medium Brush Stroke
নিয়ে এসেছিলো তার নিজের শো“কমেডি নাইট উইথ কপিল।” এই অনুষ্ঠানটি কালারস টিভিতে প্রচারিত হয়।
Image Source: Google
Medium Brush Stroke
২০১৬ সালে Kapil Sharma একটি নতুন শো শুরু করেন, যেটির নাম তিনি তার নিজের নামে রাখেন, The Kapil Sharma Show
Image Source: Google