Easter Sunday খ্রিস্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কিন্তু এই বিশেষ দিনে কি হয়েছিল

Image Credit: Unsplash

Christian’s ধর্মের মানুষেরা মনে করে, Jesus Christ মারা যাওয়ার ঠিক তিন দিন পর পুনরায় তাঁর পৃথিবীতে পুনরাবির্ভাব ঘটেছিলো

Image Credit: Unsplash

তাই খিস্টান ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই দিনটা পালন করে থাকেন। গুড ফ্রাইডে পালনের পরই আসে ইস্টার সানডে

Image Credit: Unsplash

এই দিনটি পুনরুত্থানের দিন। জীবন অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক এই পবিত্র রবিবার

Image Credit: Unsplash

যিশুখ্রিস্টের পুনরুত্থানের স্মরনের জন্য ইস্টার সানডে নামকরণ করা হয়েছে দেবী ‘ ইয়োস্ত্রে ‘ র নাম অনুসারে

Image Credit: Unsplash

এই বিশেষ দিনটি পালনের জন্য নির্দিষ্ট কোনো দিন নেই। ২১ মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদের দেখা মেলে, ঠিক তার পরের রবিবার পালন করা হয় Easter Sunday

Image Credit: Unsplash

প্রতিটি গির্জাতেই Easter Sunday উপলক্ষে সকাল থেকে প্রার্থনা শুরু হয়। যিশুর পুনঃজন্মের প্রতীক হিসাবে ‘ইস্টার এগ’ বিতরণ করার রীতি প্রচলন আছে

Image Credit: Unsplash