ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন Hardik Pandya। ছোটো থেকেই বই খাতার চেয়ে ব্যাট–বল’ই ছিলো তাঁর অন্যতম আকর্ষণের বিষয়।

Image Credit: Googe

চলার জন্য বাইশ গজকেই বেছে নিয়েছিলেন তিনি। আজ তিনি ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার।

Image Credit: Googe

বর্তমান সময়ে ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমতি নেই।

Image Credit: Googe

কখনও মনে হয় না ক্রিকেট তারকাদের বাড়ির অন্দর মহল কেমন হয়? চলুন আজ জানাবো হার্দিক পান্ডিয়ার স্বপ্নের বাড়ি সম্পর্কে।

Image Credit: Googe

ভারতের গুজরাটের বড়োদরায় (বরোদা) হার্দিক পান্ডিয়ার একটি বিশাল বাড়ি আছে। যার আয়তন ছয় হাজার বর্গফুট।

Image Credit: Googe

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পরিবারের দুটি কুকুরছানা রয়েছে। বাড়ির সামনে একটি সুন্দর পুলও আছে।

Image Credit: Googe

বাড়িটি আধুনিকতার আদলে তৈরি হলেও সাজানো হয়েছে ভিনটেজ আসবাবপত্র ও ঐতিহ্যবাহী সব জিনিসপত্রে।

Image Credit: Googe

হার্দিক পান্ডিয়ার বসার ঘরটিতে বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছিব রয়েছে। এছাড়াও সাজানো হয়েছে ট্রফি ও অ্যাওয়ার্ড গুলি দিয়ে।

Image Credit: Googe

হার্দিকের বাড়ির সামনে আছে বৃহদাকার উঠান, এছাড়াও রয়েছে একটি সুন্দর বাগান।

Image Credit: Googe