Medium Brush Stroke

Adolf Hitler ছোটবেলা থেকে কিছুটা ভারসাম্যহীন, মেধাবী, অবাধ্য ছিলেন। আমরা তাকে ভালো বা খারাপ যাই বলি না কেন

Image Source: Google

Medium Brush Stroke

তিনি যা করেছেন তা নড়িয়ে দিয়েছে বিশ্বকে, এত মানুষের ওপর প্রভাব বিস্তার করা বা কর্তৃত্ব স্থাপন করা মুখের কথা নয়

Image Source: Google

Medium Brush Stroke

তিনি এক সময় বেশ শিল্পরসিক ছিলেন, তিনি নিজে ছবি আঁকতেন, সেই সঙ্গে ভালোবাসতেন মহৎ শিল্পীদের কাজ, তবে এই কাজে তিনি ছিলেন ব্যার্থ

Image Source: Google

Medium Brush Stroke

ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হন, এবং তার কাজ বিক্রি করার সব প্রচেষ্টা ব্যার্থ হয়, সে সময় খুব দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেছিলেন তিনি

Image Source: Google

Medium Brush Stroke

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ঘটনাক্রমের মধ্যেও হিটলার নিজের সংগ্রহের জন্য অসংখ্য ঐতিহাসিক শিল্পকর্ম লোপাট করেছিলেন

Image Source: Google

Medium Brush Stroke

নিজের সম্মান এবং পদমর্যাদার বিষয়ে হিটলার খুব সচেতন ছিলেন, আত্মহত্যার সময় প্রথম বিশ্বযুদ্ধে অর্জিত আয়রন ক্রস প্রথম শ্রেণীর পদকটি তিনি পরিধান করেছিলেন

Image Source: Google

Medium Brush Stroke

হিটলারের জন্য এই সম্মানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারন এই সময় তিনি নিজেকে একজন নায়ক হিসাবে চিত্রিত করেছিলেন

Image Source: Google

Medium Brush Stroke

30শে এপ্রিল, 1945-এ, যুদ্ধে হেরে যাওয়ায় সোভিয়েত সৈন্যরা অগ্রসর হওয়ার সাথে সাথে, হিটলার বার্লিনে তার ভূগর্ভস্থ বাঙ্কারে আত্মহত্যা করেন

Image Source: Google

Medium Brush Stroke

ইভা ব্রাউন, যাকে তিনি সম্প্রতি বিয়ে করেছিলেন, তিনিও একসাথে আত্মহত্যা করেন। হিটলারের ইচ্ছা অনুযায়ী তাদের মৃতদেহ পুড়িয়ে তারপর কবর দেওয়া হয়

Image Source: Google