Pohela Boishakh: বাঙালির কাছে নববর্ষ বা পহেলা বৈশাখ খুবই তাৎপর্য পূর্ণ একটি দিন

Image Credit: Unsplash

দিনটি অসমে বিহু হিসাবে অসমবাসী পালন করে থাকেন। এছাড়াও বাংলাদেশ ও ত্রিপুরা তেও পয়লা বৈশাখ বেশ গুরুত্ব সহকারে পালন করার রীতি রয়েছে

Image Credit: Unsplash

এই দিনে গুরু গ্রন্থ সাহেবকে শিখ দের শাশ্বত গাইড এবং পবিত্র গ্রন্থ হিসাবে ঘোষিত করা হয়

Image Credit: Unsplash

বাংলার নতুন বছরের সূচনা হয় ১লা বৈশাখ দিনটির হাত ধরে (noboborsho) । ধার্মিক দিকের পাশাপাশি ব্যবসায়ীদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে

Image Credit: Unsplash

সংস্কৃতে হাল শব্দটির অর্থ লাঙ্গল অন্যদিকে ফারসিতে হাল শব্দটির অর্থ নতুনত্ব বা নতুন

Image Credit: Unsplash

ফসল বিনিময়ের হিসাবপত্র যে খাতাতে লেখা হতো, তাকেই হালখাতা বলে ডাকা হতো

Image Credit: Unsplash

সম্রাট আকবরের সময় থেকেই পয়লা বৈশাখ পালিত হয়ে আসছে

Image Credit: Unsplash

প্রজাগন এই দিন চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা মিটিয়ে দিতেন বিনিময়ে জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করার মাধ্যমে উৎসবে মেতে উঠতেন

Image Credit: Unsplash