Image Credit: Google

কিং খানের Mannat নিয়ে ভক্তদের মনে কৌতূহলের অন্ত নেই

 1 

Image Credit: Google

মুম্বাই এসে মান্নাত দর্শন করেননি, এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। কারন বিশ্বের সেরা ১০ বাড়ির মধ্যে এটি একটি

 2 

Image Credit: Google

২০০১ সালে এই মান্নাত কিনেছিলেন Shahrukh Khan, এই বাড়ি ইতালিয়ান আর্কিটেকচারের দ্বারা তৈরি

 3 

Image Credit: Google

কিং খান বাড়িটি কিনেছিলেন ১৩.৩২ কোটি টাকার বিনিময়ে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা

 4 

Image Credit: Google

কেনার সময় বাড়িটির নাম ছিল ভিলা ভিয়েনা, পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখেন মান্নাত

 5 

Image Credit: Google

বিলাসবহুল প্রাসাদটিতে রয়েছে অত্যাধুনিক জিম, সুইমিং পুল, লাইব্রেরি, অফিস, একটি টেরেস এবং ব্যক্তিগত সিনেমা থিয়েটার

 6 

Image Credit: Google

মান্নাতের জানালাগুলো তৈরি হয়েছে ফ্রেঞ্চ গ্লাস দিয়ে এবং এই গ্লাসগুলোও বুলেটপ্রুফ

 7 

Image Credit: Google

মান্নাতে ২২৫ জন মানুষ অনায়াসে বসবাস করতে পারবে। কিং খান বিভিন্ন পার্টির আয়োজন তাঁর বাড়ির ছাদে করে থাকেন

 8

Image Credit: Google

মন্নতের বিষয় শাহরুখ বলেছিলেন, তাঁকে যদি সব বিক্রি করতে হয় তিনি করবেন, কিন্তু মন্নত বিক্রি করবেন না

 9