আসছে ‘An Impossible Love Story’ এই ছবি Shahid Kapoor এবং Kriti Sanon এর
Image Credit: Googe
এই ছবির একটি রোমান্টিক ঝলক সামনে এনেছে Kriti Sanon
Image Credit: Googe
মিডিয়া সুত্রে খবর, জিও স্টুডিও এবং ম্যাডক ফিল্মস একত্রে ‘An Impossible Love Story’ স্টোরি নিয়ে আসতে চলেছে। যে ছবির একটি 'স্ন্যাপশট' প্রকাশ করা হয়েছে
Image Credit: Googe
শাহিদ ও কৃতির মধ্যে এক রঙিন রসায়ন দেখানো হয়েছে। চলতি বছরে অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি।
Image Credit: Googe
ছবির ফাস্ট লুকে দেখা গিয়েছে, শাহিদ ও কৃতি একটি বাইকে বসে রোমান্টিক চুম্বনে হারিয়ে ফেলেছে নিজেদের।
Image Credit: Googe
ছবির প্রথম ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৃতি শ্যানন। এবং ক্যাপশনে লিখেছেন, “আমাদের অসম্ভব প্রেমের গল্পের মোড়ক উন্মোচন করছি”
Image Credit: Googe
ছবির ফার্স্ট লুক ভক্তদের মন জয় করে নিয়েছে। ছবিটির স্ক্রিপ্ট ও পরিচালনায় রয়েছে অমিত জোশী ও আরাধনা শাহ।
Image Credit: Googe