Image Credit: Google

অনেকেই ভুতে বিশ্বাস করেন আবার অনেকেই করেন না, তবে অনেক্ষেত্রে এর পিছনে রয়েছে Schizophrenia

 1 

Image Credit: Google

সিজোফ্রেনিয়া হল এক ধরনের জটিল মানসিক রোগ। এই রোগটি বিভিন্ন কারণে হতে পারে

 2 

Image Credit: Google

Schizophrenia মূলত দুই রকম কারনে হতে পারে বায়োলজি এবং পরিবেশগত। গবেষণায় দেখা গেছে এই রোগ সৃষ্টির জন্য আটটি জিন দায়ী

 3 

Image Credit: Google

হ্যালুসিনেশন এই রগের অন্যতম বৈশিষ্ট্য এক্ষেত্রে মস্তিষ্ক নিজের মতন একটি দৃশ্য তৈরি করে ফেলে, যা রোগীর বাস্তব মনে হয়

 4

Image Credit: Google

রোগী মনে করে অন্য জগৎ থেকে কেও তার সাথে কথা বলছে, সেটা প্রেতাত্মা হতে পারে বা ঠাকুর দেবতাও হতে পারে

 5

Image Credit: Google

এ ধরনের রোগীরা ঘর থেকে বের হয়ে হাঁটতে পছন্দ করে। অনেক সময় আবার ঘরে ফেরে না

 6

Image Credit: Google

এই রোগের চিকিৎসা করেন মনরোগ বিশেষজ্ঞরা, তাদের পরামর্শ অনুয়ায়ি ওষুধ পত্র এবং বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা হয়

 7

Image Credit: Google

এই রোগ কোনো বাধা নয়, এই রোগ থাকলেও সব রকম কাজ করা সম্ভব। কিন্তু প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে, বিস্তারিত পড়ুন লিঙ্কে

 8