Save the elephant: বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী জন্তু হাতি, এরা প্রোবোসিডিয়া(শূণ্ডধারী) বর্গের একমাত্র জীবিত প্রাণী

Image Credit: Unsplash

শুঁড়কে হাত(হস্ত/কর)-এর মত ব্যবহার করতে পারার জন্য এর নাম "হাতি"("হস্তী"/"করী")

Image Credit: Unsplash

হাতিরা তৃণভূমিতে বসবাস করে। হাতি প্রায় সবদেশে পাওয়া যায়। বেশি পাওয়া যায় আফ্রিকার দেশগুলোতে। তবে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপালে ভারতীয় হাতি পাওয়া যায়

Image Credit: Unsplash

জানেন কি? রোদে পোড়ার হাত থেকে বাঁচতে হাতি গায়ে বালি ছড়ায়

Image Credit: Unsplash

একটি পরিণত হাতি রোজ অন্তত ৩০০ কেজি খাবার খায়। আর ১৬০ লিটার জল প্রয়োজন হয়

Image Credit: Unsplash

হাতির একজোড়া দাঁতের ওজন অনায়াসে ২০০ কেজি ছাড়িয়ে যেতে পারে

Image Credit: Unsplash

আট কিলোমিটার দূর থেকেও এক হাতি আর এক হাতির ডাক শুনতে পায়

Image Credit: Unsplash

দাঁতই হাতির প্রথম এবং প্রধান শত্রু কারন এই হাতির দাঁতের লোভেই চোরাশিকারিরা রোজ গড়ে ১০০ হাতি হত্যা করে

Image Credit: Unsplash

হাতির কীসে ভয় পায় জানেন কি? ভাবছেন এত বড় প্রাণী তার আবার কিসের ভয়, তাইতো?

Image Credit: Unsplash

মৌমাছিতে, মৌমাছিকে ভীষণই ভয় পায় হাতিরা

Image Credit: Unsplash