বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা।
অভিনেত্রী জানিয়েছে 'পুষ্পা'-র আইটেম গান 'ও আন্তাভা'য় পারর্ফমে আপত্তি জানিয়েছিল ঘনিষ্ঠরা।
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের কথা চলাকালীনই আইটেম গানের অফার আসে।
ঠিক ওই সময় ঘরে বসে ট্রলিং আর অপমানের স্বীকার হয়েছিলাম।
সব কিছুর বিপরীতে গিয়ে আইটেম গানে সবার অমতেই পারর্ফমে করেছিলেন।
তিনি বলেন ডির্ভোস কোনও লুকোনোর মত বিষয় নয়।
আমি এই বিয়েতে নিজের ১০০ শতাংশ দিয়েছি।
সামান্থার কথায় "আমি কোনো খারাপ কাজ করিনি।"
Learn more