বিনোদনকে অন্য মাত্রা দিয়েছে WWE রেসলিং দুনিয়ায় আমাদের প্রত্যেকের চেনা মুখ Roman Reigns

Image Credit: Googe

রেসলিং দুনিয়ায় পা রাখার পরই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। করেছিলেন কোটি কোটি সমর্থকের হৃদয় জয়।

Image Credit: Googe

মঞ্চে Roman Reigns নামে চিনলেও, তাঁর আসল নাম জোসেফ অনোই। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর WWE দুনিয়ায় পা রাখেন Roman Reigns

Image Credit: Googe

Reigns'এর কেরিয়ার ফুটবল খেলা দিয়ে শুরু করেছিলেন। ২০০৮ সালে কানাডার একটি ফুটবল লিগে খেলছিলেন।

Image Credit: Googe

ওই লিগে ভালো পারফরম্যান্স না হওয়ায় ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে। তারপরই শুরু হয় WWE-র কেরিয়ার যাত্রা পথ।

Image Credit: Googe

গত ১৬ বছর ধরে তিনি ক্যানসার আক্রান্ত। ২০০৭ সালে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে।

Image Credit: Googe