ভারতীয় ক্রিকেট দলের অন্যতম Hit man Rohit Sharma, অনেকে সম্বোধন করে রো “হিট” বলেন

Image Credit: Googe

চলতি বছরে ভারতীয় ক্রিকেটে ফুলটাইম ওপেনার হিসেবে ১০ বছর পূর্ণ করলেন রোহিত শর্মা

Image Credit: Googe

রোহিতের ফল্যের চূড়ায় পৌঁছ্নোর পিছনে এক অজানা গল্প রয়েছে। গল্পটা বলেছেন, রাহুল দ্রাবিড়

Image Credit: Googe

দ্রাবিড় জানান, ভারতীয় ক্রিকেটের একজন মহান সেবক হল রোহিত শর্মা। তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান

Image Credit: Googe

রোহিত ভারতীয় ক্রিকেটে ওপেনারের সুযোগ প্রথমের দিকে পাননি। অনেক পরিশ্রমের পর ওপেনারের জায়গা আসে

Image Credit: Googe

কিন্তু ওপেন করার সুযোগ পেয়েই, জীবনের টার্নিং পয়েন্টটা পাল্টে ফেলেছিলেন রোহিত

Image Credit: Googe

প্রজ্ঞান ওঝা রোহিতের সম্পর্কে জানান, Cricket Kit কিনতে একসময় বাড়ি বাড়ি দুধের প্যাকেট সরবরাহ করতেন রোহিত শর্মা

Image Credit: Googe

তবে এটা বলতেই হয়, রোহিত শর্মা ভারতীয় দলের একজন সফল ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান

Image Credit: Googe

২০১৫ সালে পেয়েছেন ‘অর্জুন অ্যাওয়ার্ড’। ২০১৯-এ গোল্ডেন ব্যাট পুরস্কার। ২০২০ সালে রাজীব গান্ধি খেল রত্ন পুরস্কার পান তিনি

Image Credit: Googe