আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা
Image Source: Google
ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে
Image Source: Google
স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্মা পুরাণ ও ব্রহ্মা পুরাণে জগন্নাথের রথযাত্রার উল্লেখ আছে
Image Source: Google
প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায়
Image Source: Google
কেন ভাই-বোনকে নিয়ে রথযাত্রা করেন জগন্নাথ দেব, তার পেছনে নানা কাহিনি প্রচলিত আছে
Image Source: Google
বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাতদিন থেকে আসেন তিন ভাই-বোন। সেখানে তাঁদের স্বাগত জানিয়ে নানা পুজো-অর্চনা ও আচার আচরণ পালন করা হয়
Image Source: Google
এক সপ্তাহ পরে ফের রথে করে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তাঁরা। জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রা হল উল্টোরথ
Image Source: Google