বাসন্তী পুজোর নবমীতে উদযাপিত হয় রাম নবমী।
Fill in some text
রাম নবমীর দিন শ্রী রামের জন্ম হয়েছিল।
ওই দিন পূজিত হন দেবী দুর্গাও।
রমন্তে সর্বত্র ইতি রামঃ যার অর্থ রাম সর্বত্র বিরাজ করেন।
মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতি রোধ করতেই রাম রূপে অবতীর্ণ হন।
শাস্ত্র মতে রাম নবমী তিথিতে ১০৮ বার রাম নাম লেখা উচিত।
রাম নাম জপে শনি, রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়।
পাপ মুক্তি ও আত্মার শুদ্ধিতে রাম নাম জপ করুন।