Plants and peace: বাড়ির ভিতর হোক বা বাড়ির বাইরে যেখানেই যায় সেখানেই নেগেটিভ এনার্জি আমাদের পিছু ছেড়ে না।

Image Credit: Pinterest

জীবনে অশান্তি ঝুট ঝামেলা লেগেই রয়েছে। তবে সামান্য পরিবর্তন আমাদের জীবনে কিছুটা হলেও সুখ বহন করে আনবে।

Image Credit: Unsplash

জেনে নেবো এমন কয়েকটি গাছের কথা যেগুলো আমরা বাড়ির মধ্য লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি সহজেই প্রবেশ করবে।

Image Credit: Unsplash

বাড়ির চারপাশ ইতিবাচক শক্তি দিয়ে ভরিয়ে তোলার জন্য বাড়ির মূল দরজায় তুলসী গাছ লাগানো দরকার।

Image Credit: Unsplash

বাস্তুশাস্ত্র অনুসারে মনে করা হয় মানি প্লান্ট বাড়ির মূল দরজায় লাগালে বাড়িটি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।

Image Credit: Unsplash

জুঁই গাছ সুগুন্ধি দিয়ে আমাদের মন কে শুধু যে শান্ত রাখে তাই নয়, বাড়িতে ধন সম্পদকে ডেকে নিয়ে আসে।

Image Credit: Unsplash

ফার্ন গাছ বাড়ির ভিতরে রাখা খুবই শুভ। বাড়িতে এই গাছ রাখার ফলে বাড়ির সুখ সমৃদ্ধি সৌভাগ্য ফিরে আসবে।

Image Credit: Pinterest